দুঃখ চলে রাজার মতো আসলেই সে রাজা
দুঃখ পারে সামাল দিতে সকল দুঃখ সোজা
একা একা কথা বলে দুঃখ নিজের সাথে
তার লাগেনা সাথী কোনো কোনো অজুহাতে।

থাকলে সবাই দলেবলে আনন্দ হয় খুব
ভাগাভাগি করে সবাই আনন্দে দেয় ডুব
একলা একলা যায়না করা আনন্দকে ভোগ
করতে হলে পুরোপুরি লাগে অনেক লোক।

একলা চলে দুঃখ সদা রয়না সাথে কেউ
দুঃখের কথা দুঃখই শোনে ওঠে দুঃখের ঢেউ
আনন্দ কয় গেলি কোথায় আয়রে ছুটে আয়
আজকে নদীর জোয়ার ভারী পাল তুলে সব আয়।