আমার পাখি একলা আমার
আরতো কারোর নয়
ঘুমের ঘোরে পাখির সাথে
আমার কথা কয়।
পাখি ছাড়া এ জগতে
আমার কেহ নাই
বারেবারে তাইতো আমি
পাখির কাছে যাই।
পাখি আমার একলা পাখি
শুধুই আমার একা
হাজার বছর ধ্যান ক'রে ও
পাবেনা কেউ দেখা।
বন্দুক নিয়ে শিকার করতে
কেউবা যদি আসে
পাখি আমার যাবে উড়ে
খিলখিলিয়ে হেসে।
গান গেয়ে যায় পাখি আমার
গাছের ডালে ডালে
ঝড় তোলে সে তবলার সুরে
নৃত্যের তালে তালে।
পাখি শুধু একাই আমার
আরতো কারোর নয়
সেই পাখিটা অন্যের সাথে
কেমনে কথা কয়?
দিন চলে যায় রাত কেটে যায়
শুধু ই পাখির সাথে
কাঁদলে কেহ পাখির জন্য
কি আসে যায় তাতে?
পাখির সাথে তাইতো আমার
আনন্দে দিন কাটে
দিনের শেষে তাইতো আমি
ফিরি আপন বাটে।