একলা মেয়ে বাপ মা ছেড়ে স্বামীর বাড়ি আসে
একলা মেয়ে একলা হ'য়ে সাগর জলে ভাসে
এটা হয়নি ওটা হয়নি শেখো নি তো কিছু
শ্বাশুড়ি আর ননদ মিলে লেগে থাকে পিছু।
ভাবেনা যে মেয়েটা আজ এ বাড়িতে এ্যাকা
তারা ছাড়া এ বাড়িতে দায় যে তারই থাকা
কেমন তোমার পরিবার আর কেমন বাবা-মা?
কেমন ক'রে ভাঙলে গ্লাস ছি ছি বলো না?
কেমনতরো চা ক'রেছো একি খাবার মতো?
তরকারিতে নুন দিয়েছো পটে ছিলো যতো
এ পারোনা ও পারোনা কেমন ক'রে রবে?
পাড়ার লোকে প্রতিবেশী ছিছি আমায় কবে।
অনেকগুলো লোকের মাঝে একলা একটা মেয়ে
কষ্টের কথা শোনে না কেউ দ্যাখেনা কেউ চেয়ে
কেমন ক'রে থাকবে বলো এমনতরো হ'লে
স্বামী নীরব মা যে আবার পাছে কিছু বলে।
কষ্টের কথা শোনার মতো তারযে কেহ নাই
একলা মেয়ে একলা হ'য়ে কষ্টে থাকে তাই
মেয়ে হ'য়ে মেয়ের ব্যথা বোঝে না রে মেয়ে
শ্বাশুড়ি আর ননদ সেজে ঝাড়ে তাকে গিয়ে।
আদর সোহাগ ভালোবাসা দেয়না কিছু তারা
ঝগড়াঝাটি সদাই করে কাঁদে বসুন্ধরা
নিজের মেয়ের বিয়ে দিয়ে ঠিকই রাখে খোঁজ
কেমন আছে খাচ্ছে কিনা খবর রাখে রোজ।