একদিন
একদিন ম্লান হয়ে যাবে হাসির ঢেউ
কেউ আর বলবে না কখনো
কি হয়েছে তোমার?
একদিন শেষ হয়ে যাবে সব
শব্দরা দ্রুত পালিয়ে যাবে মাথা থেকে
হবেনা আর লেখা প্রিয় সেই কবিতাগুলো
থেমে যাবে আকাশে মেঘের ওড়াউড়ি
শুনবো না চড়ুই পাখির ডাক আর কোনো
গভীর রাতে কল করে বিরক্ত করবে না কেউ
জানতে চাইবে না কেউ ঘুম হচ্ছে কিনা
সকাল কি রাতে শুভ শব্দটিও
আর ব্যবহার করবে না কেউ কখনো
খুনসুটি,ঝগড়া ও তক্কাতক্কি প্রিয় শব্দ গুলোও
অভিমানে বিদায় নেবে গোপনে
ছেড়ে চলে যাবে আমাদের চিরতরে
এ বাহানা সেবাহানায়
ঘুরঘুর করবে না কেউ আর পাশে
কেউ কথা বলুক কল করুক
ভালোবাসি বলুক চাইলেও আর
বলবে না কেউ ভালোবাসি
শেষ হবে এভাবে একদিন সব
এভাবেই একদিন সব হবে শেষ
বয়সের কাছে হার মেনে
পরাজিত আমরা বিদায় নেবো
এ সুন্দর জীবন থেকে
প্রেম-ভালোবাসা উকিঝুকি মারবে না
আর কোনদিন
সকল আকুতি হবে উপেক্ষিত শেষতক
প্রিয় মানুষটিও ছেড়ে যাবে একদিন
এভাবে শূন্যতা,হাহাকার আর বিষাদের
খেয়া চড়ে
এভাবেই লিন হব একদিন
রবেনা বন্ধন
তোমাতে আমাতে আর কোনদিন
আর কোনদিন!