একমুঠো স্বর্নময়ী রৌদ্রকে গভীর যতনে ভালোবেসে
শুরু ক'রেছিলাম
রঙিন জীবনের এক রঙিন ভোর
ভেবেছিলাম
জীবনের সোনা সোনা রোদের পারদ বুঝি আর নামবে না কখনো কোনোদিন
র'য়ে যাবে আজীবন ধ'রে
আমার করুণ আঁখির আঙ্গিনা ভ'রে
চিরকাল শতাব্দীর শতো সহস্র বহতা নদীর মতো
র'য়ে যাবে নিতান্ত আমাকেই ঘিরে
ভেবেছিলাম জীবনের অসামান্য ইনিংস এভাবেই খেলে যাবো
চার ছক্কা আর দু'এক ক'রে মেরেই যাবো ধীরে
কিন্তু না!
রংচটা জীবনের এ ধূসর গোধূলি বেলায় দু'চোখের
পাতায় শুধুই একটা দাড় কাঁকই  
অবলোকন করি
আর রোমন্থন করি ফেলে আসা জীবনের সব মিথ্যের বেসাতি নিয়ে
সারাদিন দোর্দণ্ড প্রতাপে দাপিয়ে বেড়ানো
স্বর্ণালী সূর্যের অনায়াসে নুয়ে পড়া দেখে
অট্টহাসিতে ফেটে পড়ে সান্ধ্য কালীন হায়েনার দল!