এখনো কি বিকেল হ'লে একলা তুমি দাঁড়িয়ে থাকো
লাল শাড়ীটার আঁচল ধরে এখনো কি স্বপ্ন আঁকো
এখনো কি বকুল তলে ফুল কুড়াতে ব্যস্ত থাকো
এখনো কি মালা গেথে আগের মতো বসে থাকো
এখনো কি জোছনা রাতে চাঁদের সাথে কথা বলো
এখনো কি ঘোরার ছলে রাতের বেলা আমায় খোঁজো
এখনো কি কাঁচের চুরির ঝনঝনানি নিত্য বাজে
এখনো কি সন্ধ্যা হ'লে দোয়েল পাখি বাসা খোঁজে
এখনো কি ঘাসের বনে ফেরিওয়ালা তোমায় খোঁজে
স্মৃতি কাতর হৃদয় নিয়ে আখিঁযুগল আপনি বোজে
এখনো কি গভীর রাতে একলা তুমি নৌকা চড়ো
এখনো কি নোনা জলে আঁধার রাতে ফেটে পড়ো