তিনি আমার রাগ করেছেন
কবেন না আর কথা
যতোই কষ্ট হোকনা তাহার
ভুলবে সকল ব্যথা।
তুমি যদি থাকতে পারো
মনের থেকে দূরে
তবে আমি পারবোনা ক্যান
থাকতে অচীন পুরে।
দূরে থেকে ভালো থেকো
এসোনা আর কাছে
বোয়াল মাছে গিলে খাবে
ভয় পেওনা পাছে।
হয়তো কভু আর হবে না
তোমার আমার দ্যাখা
তুমি থেকো তোমার মতো
আমি থাকবো এ্যাকা।