আশ্রম এ গেলাম আমি দেখলাম কতো মা
ঈদের দিনে মায়ের কাছে কেউ যে আসে না।
ডাক্তার আর ইঞ্জিনিয়ার জাতের কিছু ছেলে
আশ্রমে ফেলে মা-কে গ্যাছে সবাই চ'লে।
আদর সোহাগ ভালোবাসা দিয়েছিলো মা
সেই আদরের মূল্য ছেলে একটু দিলো না।
ছেলে এখন বিদেশ থাকে গর্ব কতো বুকে
মা-যে থাকে আশ্রমেতে কাঁদে মনের দুঃখে।
কতো আশ্রম ঘুরলাম আমি দেখলাম কতো মা
দিনমজুর আর চাষির মাকে কোথাও পেলাম না।
দিনমজুর আর চাষি ছেলে ডাক্তার থেকে ভালো
তাদের মা-কে সেবা ক'রে জ্বালায় সুখের আলো।
দিনমজুর আর চাষি ছেলে সোনার চেয়ে দামী
তাদের ডাকে বুক ভ'রে যায় মায়ের হৃদয়খানি।
সোনার খনি চায়নারে কেউ পিতল হলেই হয়
শান্তি সুখের নীড় থেকে ঐ শীতল হাওয়া বয়।