এমন সময় এলে ঠিক বিপদে ফেলে দিলে
ভালোবাসার ঝুড়ি আমার শূন্য করে নিলে
অসময়ে ডাকলে তুমি আমার পরান পাখি
সুলতানের ঐ রং তুলিতে কেমনে ছবি আঁকি।
ভালোবাসার পাহাড় আমার আজযে কুঁড়েঘর
কেমন করে বাঁধবো বলো সুখের বাসরঘর
সেই যে তুমি এলে তবে হাজার বছর পরে
অসময়ে দিলে ঝাঁকি ডালিম গাছটি ধরে।