আট বছর চার মাস পূর্তি হলো আজ
অথচ ক্যান আজকে আমার পাচ্ছে এতো লাজ।
শীত গেলো বর্ষা গেলো গেলো সকল ঋতু
কাব্যাসরে কবি হয়ে হলাম না আর থিতু।
কাঁদলো আকাশ কাঁদলো বাতাস কাঁদলো সাগর নদী
কাব্যাসরে আমার পাতা কাঁদলো নিরবধি।
সুখ দুঃখের ইতিহাসে যায় যে জীবন কেটে
গোধূলিতে আজকে হৃদয় মরা নদীর তটে।
ধীরে ধীরে লাঠি হাতে পিপড়ের গতির মতো
হাটছি আমি সবার সাথে হাটছি অবিরত।
অনেক কবির ভালোবাসায় সিক্ত হয়ে আমি
আজো আছি কাব্যাসরে দেখছো কবি তুমি।
ভালো মন্দ মিলিয়ে আমি আছি সবার সাথে
সুখে দুঃখে মোমবাতির জালছি আলো রাতে।
সময় আমি পাইনা বেশি কাব্য করার জন্য
তবুও সবার সাথী হয়ে আজকে আমি ধন্য।
হয়তো আমার ব্যাট চলেনি মাশরাফিদের মতো
তবুও আমার ব্যাট থামেনি অন্য কারোর মতো।
আট বছরে ত্রিশতক রান হয়তো বেশি নয়
ধীর গতির ইনিংস খেলেও মন করেছি জয়।
হয়তো আমি মারিনি ছক্কা হাকিনী শতক অতো
তবুও আমার ব্যাট চালিয়ে চার মেরেছি শতো।
যদিও ভালো আম্পায়ারিং ছিলো আমার খেলায়
তবুও আমি গেলাম হেরে নিজের অবহেলায়।
হয়তো আমি পারিনি খেলতে ছন্দের তালে তালে
তবুও আমি গেছি খেলে কাব্য করার ছলে।
হয়তো আমি রচিনি কভু অমর কোনো কাব্য
তবুও কলম রেখেছি ধরে এটাই বড়ো ভাব্য।
তোমাদের সাথে ছিলাম আমি এখনো আমি আছি
থাকবো সাথে কাব্যাসরে থাকবো যদ্দিন বাঁচি।
সময় আমার বড়োই অভাব তাই সকলের পাতায়
হয়নি যাওয়া সে কারণে দুঃখ মনের খাতায়।
চাইনি আমি দুঃখ দিতে যদি ও পেয়ে থাকো
ইচ্ছে করে দেইনি দুঃখ এটুক মনে রেখো।
তবুও যদি ভুল হয়ে যায় রেখোনা কেউ মনে
আমি যে তোমার বন্ধু কবি থাকবো তোমার সনে।
সুখ দুঃখের কথা লিখি আমরা যারা কবি
জ্বলবে আকাশ কাব্যাসরে উঠবে নতুন রবি।
যোগ্য হয়তো নইতো আমি সফল কবি হবার
তবুও আমি পণ করেছি বন্ধু হতে সবার।
আসর যারা মাতিয়ে রাখেন তাদের সবার তরে
ভালোবাসা শ্রদ্ধা তাদের জানাই হৃদয় ভরে ।
ভালো লেখা মন্দ লেখা ব্যাপার এটা নয়
সবার পাতায় যাবো আমরা সময় যদি হয়।
কাব্যাসরে আসছে যারা আজকে নতুন কবি
তারাই একদিন আঁকবে শেষে কাব্যাসরের ছবি
জমে উঠুক কাব্যাসর আজ সকল কবির জন্য
লিখতে থাকবো চিরকালই লিখেই হবো ধন্য।
জলে উঠুক আজকে বাতি সব কবিদের ঘরে
রচুক তারা হাজার কাব্য মনের মতো করে।
আজকে যারা সুযোগ দিলো কাব্য করার জন্য
কৃতজ্ঞতায় ভালোবাসায় করছি তাদের ধন্য।
এবার আমি আসি ফিরে আমার কাব্য কথায়
মন কাঁদে আর হৃদয় কাঁদে কাব্য কাঁদে ব্যথায়।
আট বছর চার মাস আজকে হলো গতো
কাঁদে আমার শূন্য পাতা কাঁদে অবিরত।
আট বছরে কাব্য হলো মাত্র তিনশো খানা
এই না দেখে মন গহীনে দুঃখ যে দেয় হানা।
দীর্ঘ সময় গেলো চলে কাব্য হলো অল্প
আসরেতে ছিলাম কবি ছিলাম শুধু গল্প।
যাহোক শেষে এলাম ফিরে এলাম আপন ঘরে
লিখতে পেরে এখন আমার আনন্দ না ধরে।
যারা আমার সঙ্গে ছিলেন বন্ধু ছিলেন নীতি
তিনশোতম কবিতা দিয়ে আজকে নিলাম ছুটি।
ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই সবার তরে
সবার কলম উঠুক জ্বলে সোনার কাব্য করে।