পলক যবে ফেলেছিলাম
তোমার আঁখির কোণে
ফুল পাখি ও বাতাস ছিলো
সেদিন তোমার সনে।
আজও বাতাস গান গেয়ে যায়
পাখির গানের সাথে
আমরা দুজন তাকিয়ে থাকি
করুণ আঁখিপাতে।
কৃষ্ণ কালো আঁখি তোমার
বিশ্ব মাঝে সেরা
পলক ছাড়া রয় তাকিয়ে
শুধুই পাগলপারা ।
চুম্বকসম আঁখি তোমার
পলকবিহীন কতো
টানতো আমায় দিবারাতি
টানতো অবিরত।
আজও শুধু রই তাকিয়ে
তোমার আঁখির পানে
বারে বারে যাই হারিয়ে
আঁখির পলক টানে।