সারাদিন অঙ্ক কষি সকল গণিতের সূত্র ধ'রে
সব ধরনের অঙ্ক যেমন সরল সুদকষা অনুপাত
সমানুপাত লাভ-ক্ষতি যোগ বিয়োগ গুণ ভাগ
এসব অঙ্ক কষতে গিয়ে দিস্তার পর দিস্তা কাগজ
খরচ করে ফেলি
কাটাকাটি ছেঁড়াছিঁড়ি দাগাদাগি কতো কি করি তা
আর না-ই বা বলি
ভাবি এই বুঝি মিললো অঙ্ক কিন্তু না কাটাকাটির
সারই কেবলই
মিললো মিললো করে মিললো না অঙ্ক আর
অঙ্ক আর মিললো না আমার
ছুড়ে ফেললাম কাগজ কলম খাতা আর বই
ভাবি শুধু অঙ্কের হিসাব আজ গেলো কই
বিষন্ন অন্ধকার চোখে শেষ করি দিনটা কেবলই
লক্ষ-কোটি শূন্যের ঝুলি নিয়ে জীবনকে বিদায় বলি