অন্ধকারে হাটতে হবে বেশী
হোকবা নাহোক শক্ত তোমার পেশী
যেমন খুশী তেমনই হোক হাটা
থাকতে হবে গ্লুর মতো আঠা।
টানলেও তা যেতেও পারে ছিড়ে
খুলবেনা তা কোনোভাবেই ধীরে
গ্লুর মতো থাকতে হবে লেগে
হাটার সনে হাটতে হবে জেগে।
অন্ধকারে হাটলে পরে সোজা
আলোর মূল্য যায়রে ঠিকই বুঝা
বুঝতে হলে তফাত দুটোর মাঝে
হাটতে হবে সকাল সন্ধ্যা সাঝে।