কেটে যাবে অন্ধকার একদিন দেখো
বলে গেলাম কথাটি তাই লিখে রেখো
মাঝে মধ্যেই ঝড় সেতো প্রকৃতির খেলা
জানে শুধু বিধাতা কি তার লীলা ।
দেড় দুই ঘন্টার ঝড় শুধু যায় বয়ে
ভাং চুর করে যায় সুযোগ টা পেয়ে
কেউ থাকে বাড়ি আর কেউ থাকে পথে
ঝড কালীন সময়টা এভাবেই কাটে ।
যাও সবে এগিয়ে ধৈর্যটা ধ’রে
সময় হলে পাবে ফল হৃদয়টা ভ’রে
বিপদের সময় পাশে থাকেনারে কেউ
ব্যাথা আর বেদনার ওঠে শুধু ঢেউ ।
অন্ধকার একদিন ঠিকই যাবে কেটে
সবকিছুই হবে ঠিক দেখো ব’সে পটে
শরীর মন ঠিক রাখা বড় কঠিন জানি
তবুও তা হবে ঠিক সবাই এটা মানি ।