এমন কিছু হয়নি আমার
কারোর জন্য কাঁদবো
কৈ মাছে বৈ দিয়ে আমি
সুস্বাদু ঝোল রাঁধবো।
এখন আমি মুক্ত পাখি
বিহঙ্গের ই মতো
ঘুরবো আমি আকাশ জুড়ে
মেঘ বালিকার মতো।
রান্না করি টেবিল গুছাই
খাওয়ার শেষে ঘুম
কেউ আসে না পেছন থেকে
দিতে আদর চুম।
আমার এখন ঘুম ভালো হয়
চিন্তা আমার শেষ
নিজের মতো নিজের করে
এইতো আছি বেশ।
শান্তি সুখে ঢলে পড়ি
ঘুমের যাদুঘরে
প্রভাতকালে ঘুম ভেঙে যায়
পাখির ডাকে ওরে।
ভাবতে আমার ভালো লাগে
স্বার্থপর আর নাই
নিজের মতো ঘুরি ফিরি
ঝুট ঝামেলা নাই।
এমনতরো প্রেমিক যেনো
হয় না কারো আর
নিজের কথা ছাড়া কিছু
বোঝে না সে আর।
ব্যস্ত থাকে নিজের কাজে
সময় তাহার নাই
কল করে না দেয় না দেখা
রাখে না খোঁজ তাই।
এখন আমি ভালো আছি
শান্তি মনে খুব
ভাসবো না আর প্রেম সাগরে
দেবো না আর ডুব।
বেঁচে গেলাম চিরতরে
চাবো না আর ফিরে
মন উচাটন করে না যেনো
তাকে আবার ঘিরে।