কোথায় যাবো পাইনা ভেবে ভাবনা মরমর
দ্রুত জীবন যায়যে আমার এটা কেমনতরো?
ভাল্লাগেনা দেশযে আমার বিদেশ যেতে চাই
লন্ডন নাকি আমেরিকায় ভেবে নাহি পাই।
শেষ পর্যন্ত আমেরিকায় দিলাম আমি পাড়ি
ছোট কাজের চাকরী নিয়ে নিলাম বাসা বাড়ী
কাজে আমার মন বসেনা ভাল্লাগেনা কিছু
বাধ্য হয়ে কাজ করে যাই চাকরী যে যায় পিছু।
কর্মশেষে বাসায় ফিরি রান্না করি একা
রাত্রি কাটে একলা আমার পাইনা কারো দেখা
ব্যস্ততাতে সময় কাটে ব্যস্ত সবাই কাজে
একা আমি বাঙালী তাই কইনা কথা লাজে।
কিছু টাকা আয় করি ঠিক হয়তো বেশী নয়
সাদারা সব নাক শিটকায়ে বাংলাদেশী কয়
সম্মান আমি পাইনা তেমন দেশের মতো ওই
ভিনদেশীদের কাছে আমি কেমন করে রই?
এমনি করে যায় কেটে যায় আমার প্রতিদিন
বিদেশ বসে দেশের তরে ভাবি আমার ঋণ
একদিন রাতে একলা আমি কাঁদতে থাকি একা
ভাবতে থাকি আমার জন্য বিদেশ নয়রে থাকা।
হঠাৎ একদিন ব্যাগ গুছিয়ে ফিরলাম আমি দেশে
ছাড়লাম আমি আমেরিকা শান্তি পেলাম শেষে।