এখন তুমি নতুন ঘরে কেমন আছো শুনি?
তোমায় ঘিরে অষ্টপ্রহর হয়কি কানাকানি?
নতুন ঘরে নতুন সাজে নতুন আলাপন
ধুলিকণা লতাপাতা আজ তোমার আপন।

তুমি এখন অন্যের ঘরে আছো অনেক দূরে
যতোই দূরে থাকো ঠিকই আছো হৃদয়পুরে।
আশা ছিলো বুকে আমার বাঁধবো সুখের ঘর
ভেঙে দিয়ে আশা আমার করলে কেনো পর?

তুমি আমার সুপ্রিয়া আছে কি তা মনে?
তোমার কথা সদাই কানে বাজে ক্ষণে ক্ষণে।
ঘরখানা আজ শূন্য আমার খাঁ খাঁ শুধু করে
মরুভূমি গাছপালা তে ভরবে তোমার তরে।

তুমি ছাড়া আমার এ ঘর আজকে শূন্যে পড়ে
কেঁদে কেঁদে হারিয়ে গেছে আসবে না আর ফিরে।
আজকে তোমার ব্যথায় আমি কাঁদছি সারাক্ষণ
নতুন ঘরে নতুন সাজে কেমন তোমার  জন?

কেমন আছো কোথায় আছো একটু খুলে বলো
আর না হলে আমার সাথে মরন পথে চলো।
বার্তা না হয় মোবাইলে গভীর রাতের খামে
দিও ফেলে বাক্সে তোমার খুঁজবো নিশি থামে।

মিষ্টি মধুর মুখখানা আর জাম রসেরই ঠোঁট
আখিদ্বয় খুব বড়ো বড়ো কাজল মাখা চোখ।
এখনো যে গায়ে জড়ায় তোমার শাড়ীর আঁচল
তোমার মাখা সুগন্ধি তে এখনো হই পাগল।

এখনো কি পরো তুমি নীলাম্বরী শাড়ী
জামদানীর ঐ শাড়ীতে তোমায় মানায় কিন্তু ভারী।
তোমার জন্য রাখছি কিনে হাজার খানেক শাড়ী
ঠিকানা টা পেলে দ্রুত আসবো তোমার বাড়ি।

তোমার শখের সুগন্ধি টা রাখছি যতন করে
পেলে আহা তোমার গায়ে মাখবো আয়েশ করে।
প্রতিবেশীর ঘরে তোমার থাকবো আমি বসে
লোক পাঠাবো খবর দেবো দেখে যেও এসে।