অক্ষর দিয়ে অক্ষর সাজাই অর্থ বুঝি না
অক্ষর দিয়ে বাক্য সাজাই ছন্দ বুঝি না
অক্ষর বলে শব্দের কথা শব্দ বলে বাক্য
শব্দ বাক্য ছন্দে সদা হারিয়ে ফেলি ঐক্য।
আসল কথা কইনা আমি কইলে লাগে দ্বন্দ্ব
কইলে পরে একেবারে আমি যে হই অন্ধ
আমি হলাম বোবা কবি নাই যে কোনো অর্থ
কাব্য করে ঘুরতে ঘুরতে হলাম শেষে ব্যর্থ।