শোরগোল চারদিকে কথা বলার যো নেই
মানুষ আর মানুষ শুধু মানুষের ঠাঁই নেই।
সকাল আর সন্ধ্যাতে কাজের যে শেষ নেই
ব্যস্ততা সারাদিন হাসি-খুশীর রেশ নেই।

হাড়িকুড়ি মেজে ঘষে ঘাটে বসে ধুয়ে নেই
খেয়েদেয়ে ভালোমন্দ রাত হলেই ঘুম দেই।
বিছানায় শুয়ে যবে লোকগুলোর খোঁজ নেই
দেখি শুয়ে একা আমি পাশে আর কেউ নেই।

স্বামী সেবা বাচ্চা-কাচ্চা রান্নাতে মন দেই
অপেক্ষার প্রহর গুনি স্বামীরযে খোঁজ নেই।
ব্যস্ততা তাড়াহুড়োয় দিন শেষে রাত ওই
উকি মারে যবে দেখি আমিএকা কেউ নেই।

আপন আর পর মিলে চলে দেখি দুনিয়া
চুন থেকে খসলে পান ফেলে যায় চলিয়া।
সাতে আর পাঁচে আহা বাজার যায় মিলিয়া
বিধিবাম বড়ো চোখে দেখে শুধু চাহিয়া।