শরীর এবং মনটা নিয়ে
কেনরে তোর ভয়?
চাস যদি তুই পেতে আমায়
আয়না ছুটে আয়।
চাস যদি তুই পেতে আমায়
হৃদয় খুলে চা
সজ্ঞানে তুই আমার জন্য
অন্ধ হয়ে যা।
চাস যদি তুই পেতে আমায়
লজ্জা কেনো মনে
ভালোবাসার অগ্নি জ্বলে
পুড়বো দুইজনে।
ভালোবাসার গ্রামারখানি
তোরই ভালো জানা
প্রচন্ড এক ঝড়ের বেগে
ভেঙে দেরে ডানা।
আমার যত চাওয়া পাওয়া
বুঝেনে মন থেকে
দেরে খুলে হৃদয় দুয়ার
রাখিস না আর ঢেকে।
আমার জন্য তুই যে রাণী
হৃদয় হরণ বাঁশী
কেড়ে নিলি মন যে আমার
দেখলো চেয়ে শশী।
চাস যদি তুই পেতে আমায়
আয়না আমার কাছে
সব ভুলে তুই আগুন জ্বালা
আমার শরীর মাঝে।
তুই যে আমার স্বপ্ন নারী
তবে কেন ভয়?
চাস যদি তুই পেতে আমায়
'কেনরে সংশয়'?