কি হবে এ জীবন দিয়ে আমার? কি হবে জীবনের প্রতিষ্ঠা
দিয়ে?
কি হবে বিএমডব্লিউ গাড়ি দিয়ে? কি হবে এসি বিশিষ্ট
দশতলা বাড়ি দিয়ে আমার?
আমার প্রতিষ্ঠা যশ খ্যাতি শুধু শূন্যে ভেসে বেড়াক
ভিত্তি ও অস্তিত্ব হারাক অসভ্যতার অশ্লীল স্লোগানে
পরাজিত সৈনিকের মতো নিথর দেহ নিয়ে
পড়ে থাকি যেনো বিনা শুশ্রূষায় একলা আমি
সহমর্মিতা সমবেদনা জানাতে কেউ যেনো এগিয়ে না আসে
আমি শুধু একাই পড়ে রবো বিধ্বস্ত যুদ্ধ ক্ষেত্রে
কি হবে জীবনের অসামান্য ঔজ্জ্বল্য দিয়ে?
যাদের আলোয় আলোকিত ও উজ্জীবিত আমি আজ
কোথায় চ'লে গেলো আজ তারা সব? আমার শেকড় আজ
ছিড়ে গেছে
বিলিন হ'য়ে গেছে অস্তিত্ব আমার
লাঠি হাতে হ্যান্ডকাপ নিয়ে দারোয়ান দাঁড়িয়ে
আতঙ্কিত এ গেইটের সামনে কে আসবে? কে যাবে গ্রেফতার
হতে? কি আছে দরকার অহেতুক বলো
তারচেয়ে বরং চুপচাপ দূরে ব'সে অশ্রুজলে বুক ভাসাবো
শূভ্রতা ফিরে পাবো নবরূপে
সেই বরং বেশী ভালো
বুকফাটা কান্নার আওয়াজ তোলা আর অশ্রু বিসর্জনের চেয়ে
কি আছে দামী এ জীবনে বলো
আমি বরং কান্নার মজলিস বসাবো
সারিবদ্ধভাবে ঠিকঠাক ব'সে যাবো সকলে
অশ্রুজলে হৃদয়ের সকল দুঃখ কষ্ট ধুয়ে মুছে একাকার ক'রে
দেবো
পূত পবিত্র এক আত্মা নিয়ে বেঁচে রবো চিরকাল
আমার প্রতিষ্ঠা যশ খ্যাতি শূন্যে ভেসে বেড়াক অস্তিত্বহীনভাবে
বাতাসের সাথে ঘুরে ফিরে দেশান্তরী হোক তারা যখন তখন
যেনো ভূতলে সুন্দর এ পৃথিবীতে এ মানবসমাজে
একেবারে কিছুই হয়নি জীবনে আমার
পাইনি কোনো প্রতিষ্ঠা আমি কিছুই করেনি কেউ আমার জন্য
আমি যেনো সদ্যোজাত নিষ্পাপ মানব শিশু হ'য়ে বেঁচে থাকতে
পারি বাকী জীবনে আমার