তোমার জন্য চিত্ত আমার আজও ভীষণ কাঁদে
বারেবারে তাই ফিরে যাই তোমার পাতা ফাঁদে।
কেমন করে বুঝাই বলো আমার মনের কথা
থাকলে শুধু দূরেই তুমি বুঝলে না আর ব্যথা।
হাকিম চত্বর লাইব্রেরীতে আজও তোমায় খুঁজি
পাইনা সেথায় তোমায় আমি অন্য ঘরে বুঝি।
ঝড়ো হাওয়া বাদল বৃষ্টি কয়যে আমায় ডেকে
হারিয়ে গেছো চিরতরে আমার জীবন থেকে।
তুলোর মতো পাদুখানা পিলপিল করে চলতো
তোমার আমার এ ঠিকানা ঘাসগুলো সব বলতো।
ঘাসের মায়া গাছের মায়া মায়া চড়ুই পাখির
তোমার মায়া আমার কাছে তোমার দুটি আঁখির।
এ জীবনে তোমার আমার হবে না আর দেখা
শিল্পী সুলতান আঁকল ছবি বিধাতারই লেখা।
স্বপ্ন ছিলো চাওয়া ছিলো ছিলো সুখের ঘর
আচমকা ঐ ঝড়ে কেনো করলে আমায় পর?