পৃথিবী ছেড়ে যেদিন চ'লে যাবো আমি
পারলে তোমার ঘরের পাশে প্রিয় জমিনে
ঢেকে দিও তুমি আমাকে
কবর দিও তুমি আমাকে সেখানেই
কবরের পাশে ব'সে
যদিবা অশ্রুপাত হয় কখনো নয়নে তোমার
বোলোনা কাউকে আমার নাম
ভুলেও বোলোনা কোনো ধাম
শুধু বোলো পিঁয়াজের ঝাঁজ লেগে
বারিপাত হয়েছে আঁখির
আর যদি পারো আঁচলে মুখ মুছে
লুকিয়ে ফেলো সব
নাহয় পানির ঝটকায় চোখ ধুয়ে নিও
আর শীর্ষ অভিনেত্রীর মতো ব'লে দিও
যেনো কিছুই হয়নি তোমার