মিথ্যে কথা সত্য ক'রে বলতে যারা পারে
দূরে থেকো তাদের থেকে যেওনা তাদের ধারে।
আস্ত কই মাছ পাতে ঢুকায় এমন লোকের অভাব
নেই আমাদের এ সমাজে যায়না তাদের স্বভাব।
জেনে শুনে কথা বলা সবার জন্য ভালো
মিথ্যে বলার জন্যই সমাজ যাচ্ছে হয়ে কালো।
ঘর করে যে সে-ই বোঝে স্বামী তাহার কি
র'চেনা তার পোলাও আহা পান্তাতে খায় ঘি।
ব্যক্তিত্ব এক বড়ো জিনিস থাকে যদি কারো
ঘোনো কথা কয়না রে সে যতোই গুতো মারো।
ভালো ক'রে জেনে শুনে বলতে হবে কথা
আরনা হলে চুপ হয়ে যাও পাবেনা কেউ ব্যথা।
দ্বিতীয় লোকের কথা শুনে প্রথম লোকের দিকে
তীর ছুড়োনা ভুলেও কেহ লাগবে নিজের বুকে।
হাস্য রস আর মজা থাকে দ্বিতীয় লোকের কথায়
প্রথম লোকে জানেনা তো মারছে গুতো কোথায়?
সরাসরি জানলে কিছু তখন কথা বলো
আরনা হলে নাচন ছেড়ে একলা তুমি চলো।
নাচতে গেলে তবলা ডুগি তোমার সাথে যাবে
সুযোগ পেলে নাচন ছেড়ে তোমার কথাই কবে।