একটা বিকেল একটা সন্ধ্যা নাকি সকাল দুপুর?
কোনটা বেশি আপন?
গাড়ি বাড়ি টাকা পয়সা জমিন জিরাত
নাকি স্বপ্নের কোনো এক আপসরি?
নিজের জীবন নাকি অন্য কিছু?
না আমার কাছে আরো বেশি কিছু
নিজস্ব বিছানা
বালিশ কাথা বিছানার চাদর
থাকার রুম রুমের জানালা
জানালায় কিচির মিচির করে ডাক দেয়া চড়ুই পাখি
শিষ দিয়ে চলে যাওয়া দোয়েল পাখি
ডাক শুনে নিমিষেই শান্তির শয়নে ঢলে পড়া
এসবই তো জীবনের সবচেয়ে সুন্দর ও
নিজের জন্য আপন!