এ সংসারে আমার আর কি আছে
কিছু আছে ব'লে তো মনে করিনা আমি
ভাবতে গেলে কখনো সখনো দুচোখ ঝাপসা হয়ে আসে আমার
তখন মিথ্যে প্রবোধ দেই নিজেকে
অযথা কষ্ট পাস ক্যান মন
সব কিছু মেনে নেবার মানেইতো জীবন
খারাপ যে একটু লাগে না তা কিন্তু নয়
কিন্তু কি হবে খারাপ লেগে বলো
তারপরও তো কিছুই দেখিনা আমি সংসারে আমার
আমি তো সকলের সেবার বাসনা পূর্ণকারী মাত্র
ব্রেক ফাস্ট লাঞ্চ ডিনার
থালাবাটি ধোয়া ঘর ঝাড়ু দেয়া
কাপড় চোপড় ধোয়া বিছানা বানানো
মশারী খাটানো মেহমানদারী করা
এসবের জন্যই তো আমার জন্ম
আমিতো আর চাকুরীজীবি নই যে জমি রাখা
গাড়ি কেনা এসব বিষয়ে কেউ আমার কথা শুনবে জানতে চাইবে
কি সিদ্ধান্তঃ গ্রহণে আমার অংশীদারত্বের হিসেব করবে
অবশ্য এ নিয়ে আমার কোনো অনুতাপ নেই অনুশোচনা নেই কোনো
আমার দিন কাল বেশ ভালোই কেটে যায় এভাবে
আমার আর কি আছে এ সংসারে
বেহিসেবী জীবন খুব বেশী খারাপ লাগে না আমার
প্রতিদিন সকাল দুপুর রাত ভালোই কেটে যায় আমার
কেটে যায় নিত্যদিন ঠিক একইভাবে
আমার আর কি আছে এ সংসারে