যবে থেকে শুনেছি তুমি আসছো ধরার মাঝে আমাদের ঘরে,
তোমার মাকে রেখেছি সেই থেকে আরো অনেক আদরে।
অধীর আগ্রহে তোমার প্রতীক্ষায় রয়েছি সবে,
কিন্তু একি হল, তোমার দেখা আর কি হবে এই ভবে?

মা তোমার আনন্দে শিহরিত হতো অচিনপুরে তোমার সাড়া পেলে,
মধুমাখা কণ্ঠে বলতো, ‘কবে আসছিস বাবা আমার কোলে?’
আল্লাহর কাছে প্রার্থনা করতো তোমার তরে সকাল-সাঁঝে,
তবুও একটি স্বপ্নের বিনাশ হলো হৃদয় বিদারক মিস ক্যারেজে।

শিশুদের নামের অভিধান খুলে পরম যত্নে খুঁজেছি তোমার সুন্দরতম নাম,
জুনায়েদ হোসাইন আবীর নামে হারিয়ে তোমায় এক বুক কষ্টই পেলাম।
পাষাণে বাঁধিয়া বুক মসজিদের পাশে একাকি তোমায় রেখে,
ভীষণ কষ্টে দু’চোখ আমার নদী হলো একবার এসে যাও দেখে।

একটি মিস এবোর্শন আমাদেরকে অনেক আশাহত করল,
দীর্ঘশ্বাসে দু’চোখ বেয়ে কতো বেদনার বারি ঝরল।
তুমি চলে গেলে চৌদ্দই নভেম্বর দুই হাজার বিশ,
বুকের ভিতরটা হাহাকার করে বলে একি হল ইশ!

অকাল গর্ভপাতে যন্ত্রণায় ছটফট করে সেকি কষ্ট তাহার নিদ নেই দু’চোখে,
কিসের ভুলে হারালো মানিক চারিদিকে তাকায় অবাক চোখে।
বিগত পাঁচটি মাস নাওয়া খাওয়া সব ভুলে আঙ্গুলের ডগায় হিসাব কষে,
আর কতো দিন রইল বাকি তোমার পদচিহ্ন রাখার সোনার দেশে।

তোমায় ঘিরে স্বপ্নেরা ডানা মেলে ছিল সবে,
কতো বেদনাদায়ক বিদায় তোমার চলে গেলে এভাবে।
খোদার কাছে বেহেস্তের ফুল বাগে ফুল হয়েই থেকো তুমি,
শত জনমের আদর জমিয়ে বুকে জড়িয়ে নিতে শীঘ্রই আসবো আমি।
****************************************
রচনাকাল: ২৪/১১/২০২০খ্রিস্টাব্দ, সদর, কুমিল্লা।