ভুলি কী করে
মোঃ জাকির হোসেন জয়
=============

কী করে তোমাকে যাই ভুলে?
হৃদয় উজাড় করে যাকে এতো ভালোবাসা দিলে।
কল্পনার রাজ্যে তোমাকে নিয়ে ঘুরে বেড়াই,
আমার সবটুকু ভালোবাসা শুধু তোমাকেই দিতে চাই।

কী করে তোমাকে যাই ভুলে?
আমার স্বপ্নের পৃথিবী জুড়ে শুধু তুমিই ছিলে।
ফুল বাগে ফুটে গোলাপ, জিনিয়া, মাধবীলতা,
ভালোবেসে আজো মন তোমায় খুঁজে সেতা।

কী করে তোমাকে যাই ভুলে?
এতো বিশ্বাস আর ভালোবাসা তব হৃদয় ছাড়া কোথায় মিলে!
কেন একা করে আমায় চলে গেলে দূরে?
তোমায় ছাড়া বলো প্রাণে বাঁচি কি করে?

কী করে তোমাকে যাই ভুলে?
যার জন্যে পাহাড়সম ভালোবাসা হৃদয়ে জমিয়েছি তিলে তিলে।
মাধবী ফিরে এসো তুমি ফিরে এসো এই বুকে,
তোমায় নিয়ে মেঘের ভেলায় ভেসে বেড়াবো মহাসুখে।

**************
রচনাকালঃ ১৯/০৮/২০২০, কুমিল্লা।