কথায় কথায় বলে সবাই তোমায় ছাড়া বাঁচব না,
এমন মিথ্যে কথায় সত্যি কারো মন পাওয়া যায় না।
এ জগতে ভালোবাসে যে নিজের চেয়ে অন্যকে বেশি,
তার ভালোবাসা সফলতা পায় না ঢের ঢের দেখেছি।

সময় এখন তোমার নিজেকে উপযুক্তভাবে তৈরি করার,
কারো পিছে ঘুরে কী দরকার ক্যারিয়ার শেষ করার।
সফল হতে প্রতিটি ক্ষেত্রে আগে ভালোবাসো নিজেকে,
যোগ্য হলে দেখিও একদিন সবাই ভালোবাসবে তোমাকে।

অসময়ে এই ডিজিটাল যুগে কারো মিথ্যে প্রেমে পড়ো না তুমি,
প্রেমের মূল্য সবাই দিতে পারে না অনেক ঠেকে জেনেছি আমি।
বিশ্বাস করো, সুশিক্ষিত মানুষ হলে চিনতে পারবে নিজেকে,
শ্রদ্ধা ও ভালোবাসা জানাবে সবাই তখন তোমাকে।
****************************
রচনাকাল: ২৪/০৩/২০২১ খ্রিস্টাব্দ,
১০ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ,
চাঁনপুর, কুমিল্লা।