ভুলে যাওয়া স্মৃতিগুলো আবছা মনে পড়ে আবার,
ফিরে এসো ওগো এ মিনতি আমার।
স্বপ্ন চূড়া ভেঙ্গে তুমি কাদিয়ে গেলে আমায়,
কি দোষ করেছি বলো ভালবেসে তোমায়?
তোমার কথা ভেবে ভেবে সবই আমার শেষ,
স্বপ্নগুলো ভুলে তুমি ভালই আছো বেশ।
আহা! মিথ্যে সন্দেহে সব করেছো মাটি,
পাগল হয়ে আজ আমি পথে পথে হাঁটি।
হয়েই পাগল খুঁজি তোমায় দূর আকাশে ঐ,
আমার তরে এখন তোমার ভালবাসা কই?
পাগল আমি, একলা চলি, একলা বলি, একলা ভালবাসি;
দু:খ এখন নেইকো আমার, সুখ যে রাশি রাশি!!!
*******************
রচনাকালঃ ২৫/০৬/২০১৮, বার্ড, কুমিল্লা।