সহজ সরল প্রেমিকরা ভালোবেসে খায় ধোকা,
ভালোবাসার হিসাব বোঝেনা তারা আসলেই বোকা।
প্রথম প্রেমে প্রাণ ভরে যারে ভালোবাসবে তুমি,
তোমায় ছাড়া সে থাকবে মহাসুখে পাগল হবে তুমি।
একদিন যার জন্যে তুমি করতে পারতে জান কোরবান,
ভাল লাগা মিটিয়ে গেলে সেই বলবে তুমি ছিলে বড়ই বেনান।
ফুলপরী তোমার ভালোবাসা বেমালুম ভুলে যাবে,
ওদের মতো চিটিংবাজদের ভালোবেসে বলো কি পাবে?
ওরা খুঁজবে না তোমার ভালোবাসার গভীরতা,
পুরো পরিবার নিয়ে খুঁজবে তোমার আর্থিক সচ্ছলতা।
সময় থাকিতে তাই হও হুসিয়ার,
মানুষ হও, সময়ই বলে দেবে কে তোমার।
********************
রচনাকালঃ ১০/০৭/২০২০খ্রি:, কুমিল্লা।