আমার কষ্টগুলো কেউ নেই দেখার মতো,
আমার দুঃখগুলো কেউ নেই বুঝার মতো।
কাকে ভালোবেসে ছিলাম, কার কাছে হৃদয় সঁপেছিলাম!
এতো ভালোবেসেও কেন বুক ভরা শুধু কষ্ট পেলাম।

সে তো বুঝলো না, বুঝলো না, বুঝলো না আমায়,
তবুও কেন আজো ভালোবাসি, ভালোবাসি তোমায়।
কতো সহজেই ভুলে গেছ, আমি তো তোমায় ভুলিনি,
মাধবী তোমার কথা রাখতে কেন তুমি পারনি?

যে ভালোবাসা হৃদয়ে ঝড় তুলে যায়,
পাবোনা জেনেও ভালোবাসি তোমায়।
ভুলে যেতে কষ্ট হয় সেই সব মধুর স্মৃতি,
ভালো না বেসে আত্মার সম্পর্কের টেনেছ ইতি।

তুমি ভালোবাসনি, বিশ্বাস করোনি আমায়,
ভুল বুঝেছ বলে চিরতরে হারিয়েছি তোমায়।
বিশ্বাস ভেঙ্গে এই আত্মাটাকে হত্যা করেছ তুমি,
আমার ভালোবাসার মূল্য তুমি একটুও দাওনি।
***************************
রচনাকাল: ১২/০৪/২০২১ খ্রিস্টাব্দ,
২৯ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ,
চাঁনপুর, কুমিল্লা।