হারিয়ে তোমায়, এখনো কাঁদি,
কি ব্যথা বুকে জানতে যদি?
বুঝতে যদি আমায়,
প্রেমের সুখে বিভোর করে দিতাম তোমায়।

এখনো ভাবি
হঠাৎ দেখা হয় যদি আবার,
একটি বার, আর একটি বার;
বলিও তুমি-
‘তুমি যে আমার’।

******************
রচনাকাল: ২০/০২/২০১৭, বার্ড, কুমিল্লা