মাধবী...
সবার প্রিয় জীবন জানি
আমার প্রিয় তুমি।
তোমায় ছাড়া জীবন আমার
চলবে না তা জানি।
তোমায় বিহীন রিক্ত আমি
শূন্য আমার হৃদয় খানি,
তোমায় ছাড়া জীবন আমার
ধু-ধু মরুভূমি।
তোমায় বিহীন নিকুঞ্জনে মোর
ফুটবে না ফুল, গাইবেনা পাখি গান,
উড়বে না আর রঙ্গিন প্রজাপতি,
চুপসে যাবে সকল জ্যোতি।
তোমায় ছাড়া ছিন্ন হবে স্বপ্নেরা সব,
থমকে যাবে জীবন গতি;
তোমায় ছাড়া পন্ড হবে মোর পদ্য লেখার মতি।
*******************
রচনাকাল: ১১/০৮/২০০৪ খ্রি:, কুমিল্লা।