ভালবাসতে দাও আমায় হৃদয় উজার করে,
ভালবেসে যেতে চাই আমি আজীবন তোমারে।
এতটা সময় তুমি একাই ভালবেসে গেলে আমারে,
এতো কাছে তবু কেন চিনতে পারিনি তোমারে।
কত অবহেলা কত অভিযোগ সবি সহ্য করে,
চুপিসারে ভালবেসে গেলে আমায় কেমন করে!
একাকি নিরবে নিভৃতে ঝরায়েছ কত আঁখি জল,
এই যে সাজানো মায়ার সংসার তা তোমার ভালবাসারি ফল।
কতো রাগ কতো অভিমান সয়ে ভালবাসা দিয়েছ প্রতিদান,
ভালবেসে সুখের সংসার গড়িয়ে তুমি দিয়েছ তার প্রমাণ।
ভালবেসে হৃদয়ে করে নিয়েছ সুদৃঢ় আসন,
ভালবাসাই হোক জীবনে মোদের সাফল্যের সোপান।
কতো দুঃখ-কষ্ট সহ্য করে এখনো রয়েছ যে পাশে,
অবোধ আমি রাখিয়া গৃহে লক্ষ্মী খুঁজিতেছি দেশে দেশে।
স্বর্গের সুখ আমি খুঁজে পেয়েছি অবশেষে,
বাকীটা জীবন কাটুক আমার তোমায় ভালবেসে।
***************
রচনাকালঃ ২৬/০৭/২০২০ খ্রি: , কুমিল্লা।