সবাই স্বার্থপর, স্বার্থের খোঁজে সদা থাকে তৎপর;
পা বাড়ালেই স্বার্থ খোঁজে, হোক না সে আপন-পর।

মুখোশ পরে চলে সবাই মিষ্টি কথা মুখে,
স্বার্থের মোহে অন্ধ সবাই পাশে থাকেনা কেউ কারো দু:খে।
মানুষে মানুষে এই স্বার্থের দ্বন্দ্ব চলবে কত কাল,
কখন ফিরে আসবে ধরায় নি:স্বার্থ স্বর্গীয় ছন্দের তাল?

ভাই হোক, বন্ধু হোক, হোক না আত্মীয় স্বজন,
স্বার্থ ছাড়া থাকে না পাশে কারো প্রিয়জন।
লাভ-ক্ষতি হিসেব করে সঙ্গ দেয় সদা,
মানুষ নয় কো ওরা, স্বার্থপর গাধা।

কত ঢংয়ে কত রঙে ফায়দা লুটে স্বার্থপর,
এসো সকলে জুটি টিপে ধরে ওদের টুটি দিয়ে দেই কবর।

******************************
রচনাকালঃ০৬/০৭/২০২০ খ্রি:
বার্ড, কোটবাড়ী, কুমিল্লা।