সুখি হও
মো: জাকির হোসেন জয়
সুন্দর এ ভূবনে এসেছো তুমি
এই দিনে বাঁধতে নতুন ঘর,
রাখিও মোরে আপন করে
করো না’ক পর।
আজ জন্মদিন তোমার,
লাল গোলাপের শুভেচ্ছা নিও আমার।
আকাশের মতো উদার হোক তব হৃদয়,
জীবন হোক কর্মময়;
প্রত্যাশা করি- আজীবন সুখে থেকো সব সময়।
**************
রচনাকাল: ১৭/০৮/২০০৪, কুমিল্লা