সুখে থাকিস
মোঃ জাকির হোসেন জয়

লাবণ্য তোর দেয়া প্রথম গোলাপ সযতনে রেখেছি,
ডাইরির মাঝে সে শুকিয়ে গাঢ় নীলাভ বর্ণ ধারণ করেছে।
যখন তোকে মনে পড়ে ডাইরি খুলে আলতো ছুঁইয়ে দেই গোলাপটাকে,
ম্রিয়মান গোলাপটি কষ্টে ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকে।

তোর জন্মদিন এলে ডাইরি খুলে গভীর রাতে স্মরণ করি তোকে,
শুনেছি এই শহরেই আছিস তুই, তবু ঠিকানা জানাসনি আমাকে।
ঝড়ো হাওয়া বইলে তোকে খুব মনে পড়ে, দুচোখ হয় জলে টলটলে,
“দূরে নয় একই শহরে একই আকাশের নিচেই তো আছি”
নিজেকে নিজে সান্ত্বনা দেই এই বলে।

শুনেছি তোর বরটা নাকি ভীষণ লক্ষ্মী, অনেক ভালোবাসে তোকে,
তা না হলে এতো সহজে কি করে ভুলে গেলে আমাকে?
আচ্ছা, আমার মত করেই কিংবা তারও চেয়ে বেশি ভালোবাসিস বুঝি তাকে?
আমার না বড্ড কষ্ট হয় ভুলতে পারিনা যে তোকে।

এই বলো না, রোজ সকালে সবার আগে ঘুম থেকে এখনো কি উঠিস?
শিউলি তলে সংগোপনে আমায় বুঝি খুঁজিস?
আচ্ছা, বাহির হতে এলে, সেও কি আমার মত পিছন থেকে হঠাৎ জাপ্‌টে ধরে তোকে?
ভয় পেলে তুই, সেও কি আমার মতো ভালবেসে জড়িয়ে নেয় বুকে?

আমার না খুব খুউব দেখতে ইচ্ছে করে তোকে,
ষোলোটি বছর কাটিয়ে দিলাম পাথর চেপে বুকে।
ভালো থাকিস, সুখে থাকিস এই কামনা করে,
আর লিখতে পারছি না হৃদয়টা যাচ্ছে যে পুড়ে।

*****************************
রচনাকাল: ১৬/০৯/২০২০খ্রিঃ,
১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৮ মহররম ১৪৪২ হিজরি। কুমিল্লা।