হঠাৎ তোমার পরশ পাওয়া,
সহযাত্রী হয়ে এগিয়ে চলা,
অন্যরকম এক অনুভূতিতে হারিয়ে যাওয়া।

তুমিও জানো, আমিও জানি
এ অনুভূতি আর কেউ জানে না;
তোমায় ছাড়া এখন আর কিছুই ভালো লাগে না।

চোখে চোখ রেখে হৃদয় আমার,
এলোকেশে ভালোবাসা খুঁজে তোমার;
ভালোবাসার সুখানুভূতিগুলো চির অম্লান থাক,
বন্ধু হয়েই বাকিটা জীবন যাক না কেটে যাক।
          *************
রচনাকাল: ১০/১০/২০১৯, কুমিল্লা