মিয়া,
নিজেকে খুব পণ্ডিত ভাবেন,
খোদার কাছে শোকর করেন।
জায়গা মতন আছেন বিধায়,
বুঝতে চান না লোকে কি চায়?

লম্ফ জম্ফ আর কত দিন,
সময় থাকতে কাজ সেরে নিন।
হয়রানি আর কতই করবেন,
সময় হলেই তো সব ছাড়বেন।

জনস্বার্থে কার্যাদি করুন না মিয়া,
যার যা পাওনা দেন না দিয়া।
চাপা কষ্ট বুকের ভিতর সর্ব সাধারণের,
অর্থের কাছে দাম কমেছে আজ জীবনের।
************************
রচনাকাল: ০৪/০১/২০২১খ্রিস্টাব্দ,
২০ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ
সদর, কুমিল্লা।