(*১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে বিপথগামিনী সেনাদের হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেন। উনার স্মৃতির উদ্দেশ্যে আমার এই সামান্য নিবেদন।)

শোকাবহ পনের আগস্ট
মোঃ জাকির হোসেন জয়
==============

বছর ঘুরে আবার এলো শোকাবহ আগস্ট মাস,
ব্যথিত হৃদয়ে তোমায় খুঁজি বাংলার চারিপাশ।
আকাশে বাতাসে দিগন্ত জোড়া সবুজ শ্যামলিমায়,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি আজো খুঁজি তোমায়।

পঁচাত্তরের পনের আগস্ট ঘাতকের নিষ্ঠুর বুলেট,
পিতৃহারা বাঙ্গালিদের ভাগ্য করেছিল ওলটপালট।
সপরিবারে তোমায় হত্যা করে ওরা ভেবেছিল মুজিব শেষ,
নির্বোধ ঘাতকেরা বোঝেনি তো মুজিব মানেই বাংলাদেশ।

কত স্বপ্ন দেখেছ তুমি সমৃদ্ধ সোনার বাংলা গড়ার,
বিশ্ব দরবারে গর্বিত বাংলাদেশকে তুলে ধরার।
তোমার স্বপ্নের বাংলা অসাম্প্রদায়িকতা পেয়েছে তাই,
তোমার আদর্শ, স্বদেশ প্রেম চিরকাল স্মরিবে সবাই।

তুচ্ছ করে জীবন ভয় ছিনিয়ে এনেছ বাংলার জয়,
স্বাধীনতার এ ঋণ কোনদিন শোধ হবার নয়।
সারাটা জীবন লড়েছ তুমি যাদের স্বাধীকারের জন্য,
শোকাবহ এই দিনে ফুলেল শ্রদ্ধা গ্রহণ করে তাদের করো ধন্য ।

***********
রচনাকালঃ ১১/০৮/২০২০খ্রি: