এ জীবনের যত আশা, যত স্বপ্ন,
সব ছিন্ন করে চলে যাবো বহু দুরে,
ফিরবো না কভু আর এই নীড়ে।
তোমার জন্য অনেক রাত নির্ঘুম কেটেছে।
ভীষণ কষ্টে বুকটা ছটফট করেছে!
শুধু একটি বার দেখতে চেয়েছি তোমায়,
শুনতে চেয়েছি তোমার কন্ঠস্বর।
তুমি কর্কশ কণ্ঠে বলেছিলে-
আমি নাকি তোমার হয়ে গেছি পর।
আজ হঠাৎ কোথা থেকে তুমি এলে?
এ কেমন ভালবাসা তুমি আমায় দিলে।
তোমার বিরহ ব্যথায় হৃদয় জ্বলে যায়
বলো, এভাবে কী বেঁচে থাকা যায়?
বিদায় বন্ধু... বিদায়...
ভাল থেকো, সুখে থেকো তুমি,
তোমার প্রীতি ও প্রেম নিয়ে চলে যাচ্ছি আমি।
*****************
রচনাকালঃ ০১/০২/২০০৯ খ্রিঃ
ঝাউতলা, কুমিল্লা।