শেকড়
মোঃ জাকির হোসেন জয়
শেকড় ছেড়ে সুখের আশায় কোথা যাবে ভাই,
মায়ের আঁচল ছাড়া স্বর্গীয় সুখ আর কোথাও নাই।
বাপ-দাদার বসত ছেড়ে সুখের নেশায় হারিয়ে গেলে,
জীবনে অনেক কিছুই তোমার যাবে বিফলে।
নিজ গাঁয়ে ঠাকুর তুমি ভিন গাঁয়ে হতচ্ছাড়া,
তোমার মূল্য বুঝবেনা কেউ তুমি ছাড়া।
শহুরে মোহ মায়ায় পড়ে যে শেকড় ভুলে যায়,
জেনে রেখো সে বড় স্বার্থপর এই জামানায়।
যে গাঁয়ের ধুলি মেখে আলো বাতাসে হইলি মানুষ,
কি করে ভুলে আছো তোমার কি নেই হুঁশ?
শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে, শিক্ষার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে,
আগুয়ান হও সামাজিক ও মানবিক দায়িত্ব কাঁধে তুলে নিতে।
বিদ্যার্জনে যেথা খুশি তুমি সেথা যেও ভাই,
সুশিক্ষা নিয়ে শেকড়ে তোমার ফিরে আসা চাই।
দূর করো সমাজ হতে অজ্ঞতা, অশিক্ষা, অবিচার,
প্রতিজ্ঞা করো সকলে ফিরে পাক তাঁর অধিকার ও সুবিচার।
শেকড়ের টানে যদি ফিরে আসো তুমি আপন ঠিকানায়,
ছায়ায় ঘেরা মায়ায় ভরা গাঁ খানি তোমার সাজবে আধুনিকতায়।
সকল বেদনা ভুলে মায়ের কোলে লক্ষ্মী ছেলে আয় ফিরে আয়,
মা, মাটি, মানুষ রয়েছে আজো তোমার প্রতীক্ষায়।
★★★★★★★★★★★★★★★
রচনাকালঃ ০৯/১০/২০২০ খ্রি:,
নায়কেরহাট, কচাকাটা, কুড়িগ্রাম।