চলে গেছো তবু পারি না ভুলিতে তোমায়,
এখনো প্রতীক্ষায় থাকি তোমারি আশায়।
কত স্বপ্ন ছিল এ দু’টি চোখে,
ভেঙ্গে দিলে সব একটু ভুলে।
“ভেবে কি দেখেছো কভু কত ভালবেসেছি তোমায়?”
এখনো প্রতীক্ষায় থাকি তোমারি আশায়।
আজো মনে পড়ে তোমার সোনালী ছোঁয়া,
হৃদয় উজাড় করা ভালবাসা।
তবু কেন চলে গেছো একা ফেলে আমায়,
এখনো প্রতীক্ষায় থাকি তোমারি আশায়।
**********************
রচনাকাল: ১৮/০৩/ ২০১৪খ্রি:
কান্দিরপাড়, কুমিল্লা।