সেদিন একত্রিশে আগস্ট, শারদীয় প্রভাত বেলা,
তোমার সাথে ওই প্রথম ওভাবে দেখা।

ওহ! তোমার সেই শাড়ী জড়ানো মনোহারী রুপ,
এখনো- এখনো আমার নীল স্মৃতিতে ভাসে;
যেন শারদীয় প্রভাত মলিন তোমার রুপের কাছে।

আমি নিষ্পলক চেয়েছি তোমার আনন পানে,
কথা হয়নি সেই ক্ষণে;
শুধু...
চোখে চোখে চোখাচোখি মনে মনে কথা,
একটু হাসির ছলে দিয়ে ছিলে ব্যথা।

*************************
রচনাকাল: ২৩/০৯/২০০১ খ্রি:
খালিশপুর, খুলনা।