প্রশান্তি
মোঃ জাকির হোসেন জয়
আদিমতায় নিমগ্ন হয়ে তোমার প্রেম সাগরে ভাসতে চাই,
তোমার উষ্ণ পরশ পেতে মানবিকতা ভুলে যাই।
বুকের ভিতরটা আনচান করে উঠে জড়িয়ে নিতে তোমায়,
দু'কান, দু'চোখ নেশায় বিভোর হয় স্পর্শের আশায়।
খানিক সুখের আশায় কী এক দমকা হাওয়া বাসা বাঁধে বুকে,
পৃথিবীর সব কিছু তুচ্ছ মনে হয় সময় কাটে অনন্ত সুখে।
কত মায়াময়, কত মোহনীয়, কত ব্যাকুল করা ফিসফিস ডাক,
বাহুডোরে হৃদয়ের কাছে তুমি আজ সব কিছু ভেসে যাক।
অজানা এক চুম্বকীয় তরঙ্গে হারিয়ে গেল হৃদয়ে হৃদয়,
লক্ষ কোটি সুখের কণা ছড়িয়ে পড়ল তনুময়।
আত্মার গভীর অনুভবে বন্ধ চোখে প্রশান্তি এলো নেমে,
উতালপাতাল ভালবাসার সাইক্লোন গেল হঠাৎ থেমে।
***************************
রচনাকালঃ২৯/০৯/২০২০খ্রিঃ, কুমিল্লা।