প্রিয় শিক্ষার্থী
মোঃ জাকির হোসেন জয়
=============
প্রিয় শিক্ষার্থীর দল লেখাপড়া করে বাড়াও মনোবল,
তোমাদের ঘিরে মা-বাবার স্বপ্ন সুবিশাল।
ভুল পথে পা বাড়িও না, করোনা নিজের ক্ষতি,
বড় হয়ে মানুষের সেবা করে ঘুচাও দেশের দুর্গতি।
ভাল লাগা ভালোবাসা সবার জীবনে আসে,
অসময়ে বাসলে ভালো পাবে না কেউ কাউকে কাছে।
মা-বাবার চেয়ে বলো ভালোবাসে কে বেশি?
নিজের সুখ জলাঞ্জলি দিয়ে তোমাদের রাখে খুশী।
কষ্ট দিও না সেই প্রিয় মা-বাবার মনে,
সেবা কর যদি তাদের, সুখে থাকবে জীবনে।
গুরুজনে করলে সম্মান দোয়া পাবে অঢেল,
সারা দেশে নতুন প্রজন্মের কাছে তোমরাই হবে মডেল।
সোনার বাংলা গড়ার তরে হও আগুয়ান,
কাজ কর্মে প্রমাণ করে দিও তোমরাই মহীয়ান।
সমাজের সকলকে সত্য পথে চলার তরে জানাও আহবান,
এদেশ হতে অন্যায় অবিচার দুর্নীতির হোক চির তরে অবসান।
**************
রচনাকালঃ ২৩/০৮/২০২০খ্রি., কুমিল্লা।