তোমায় নিয়ে কত স্বপ্ন কত আশা ছিল প্রাণে,
বিরহের বেদনায় আজ তা অলীক হয় মনে।
তোমায় নিয়ে স্বপ্ন চূড়া জয়ের ছিল যে আশা,
হারিয়ে কোথায় গেল আমার প্রাণের ভালবাসা।
ডাইরির ছেড়া পাতায় মধুমাখা চিঠি তোমার,
বার বার পড়ে হৃদয় পুলকিত হত আমার।
কত আদর সোহাগ ছিল তোমার আমার তরে,
সে সব কি করে ভুলে আছো তুমি বহু দূরে?
আজো অনেক প্রশ্ন জড়ো হয় এই অবুঝ মনে,
প্রেমের সার্থকতা কোথায় বিরহে না মিলনে?
মিলনে প্রিয়জন থাকে হৃদয়ে অক্ষির গোচরে,
বিরহে প্রিয়জনের স্মৃতি চির অম্লান থাকে অন্তরে।
****************************
রচনাকাল: ২৬/০১/২০২১ খ্রিস্টাব্দ,
১৩ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ, কুমিল্লা।