প্রেমে পড়েছি
মোঃ জাকির হোসেন জয়


অভিমান করেছি তোমার কাছে আর যাব না মাধবী,
আজকাল চলনে বলনে তুমি বড়ই হিসেবী।
আমারও তো ইচ্ছে হয় প্রাণ খুলে বলতে কথা তোমার সাথে,
প্রায়ই স্বপ্নে দেখি মায়াবী কণ্ঠে ডাকছো আমায় মাঝ রাতে।

তরু শাখে ডাকে এতো এতো পাখি,
আনমনে হৃদয়ে তোমার ছবি আঁকি।
মিষ্টি হাসিতে যখন তোমার গালে পড়ে টোল,
দেখে হয়ে যাই আমি তোমার পাগল।

তোমার প্রেমে পড়েছে আমার অবুঝ মন,
তুমি পাশে এলে তাই চেয়ে থাকি সারাক্ষণ।
কত বাহানায় ছুঁইয়ে দিই তোমায় আলতো করে,
বুঝতে কি পার না কত ভালবাসি তোমারে?

প্রেমে পড়েছি আমি তোমার মায়াবী চোখের,
প্রেমে পড়েছি আমি তোমার রাঙ্গা ঠোঁটের।
প্রেমে পড়েছি আমি অজান্তে তোমার,
ভালবেসে আপন করে হও না আমার।
**********************
রচনাকাল: ২৪/০৯/২০২০খ্রিঃ
০৯ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০৭ সফর ১৪৪২ হিজরি। কুমিল্লা।