রাতের আধারে যারা পরিমনিদের খুঁজে,
রিমান্ডে পরি, ওরা দেখো রয়েছে চোখ বুঁজে।
রূপের মোহে যারা ছুঁইতে চাঁদ হয়েছে বেহুশ,
গা ঢাকা দিয়েছে তারা পরি ফিরে পেয়েছে হুশ।

ভালোবাসা জনে জনে বিলোবার জিনিস নয়,
প্লেজার ট্যুরে যা হয় তার সবি অভিনয়।
চুক্তির কাছে বন্দি হৃদয়, সব পাবে মন নয়,
কামুক পুরুষ দেখেছো কভু প্রেমিক হয়?

মাংস খেকো দানব ওরা মিডিয়ায় আসেনা নাম,
প্রতি রাতে কচি কচি পুরি খাওয়া নটরাজদের কাম।
সহজ সরল গ্রাম্য সেই বালিকাকে কারা বানালো পরিমনি,
সেই বেজন্মাদের নাম আমরা আর ক’জনই বা জানি!

********************
রচনাকাল: ১১/০৮/২০২১ খ্রিস্টাব্দ,
২৭ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ,
চাঁনপুর, সদর, কুমিল্লা।